তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ কোঁদল এবং গোষ্ঠীদ্বন্দ্ব প্রবাদপ্রতিম। কিন্তু বীরভূমের তৃণমূল কংগ্রেসের ডাকাবুকো জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মুখ থেকে সেই জেলার বোলপুর আসনের সাংসদ অনুপম হাজরা সম্বন্ধে এমন কিছু কথা বেরিয়েছে, তাতে বোঝা যায় যে আভ্যন্তরীণ কোঁদল নয়, বরং নিজের ভুলই স্বীকার করে নিলেন অনুব্রত।
অনুব্রত মণ্ডলের বক্তব্য, "থার্ড ক্লাস ছেলে। বাজে ছেলে। আমায় ভালো বলুক, খারাপ বলুক, একটা কথা আছে বলব? দেড় বছরের ছেলের হাতে যদি নাড়ুটা দুর্গাপুজোয় দিয়ে দেওয়া হয়, সে চেবাতে পারবে না। সে নালে ঝোলে নাড়ুটাকে নষ্ট করে দেবে। ও বুঝতে পারল না যে একটা এমপির কত দাম। " উনি বলেন যে সাংসদকে এলাকায় দেখা যায়না। উনি আরও বলেন, "এর দায়ি আর কেউ না। এর দায়ি আমি। আরেকজন দায়ি। যিনি আমার দল থেকে চলে গেছেন। সেই মুকুল রায়। ওই মেন দায়ি।" এই বক্তব্যগুলি প্রকাশের পর অনুপম একটি প্রত্যুত্তর দেন কিন্তু তা ভারে কাটেনি। সামনের লোকসভা নির্বাচনে অনুপম হাজরার বোলপুর আসনে মনোনয়ন পাওয়া খুব শক্ত বলে মনে করছে বোলপুর শহরের ওয়াকিবহাল রাজনৈতিক মহল। সাংসদ অনুপম যে স্থানীয় দলেও কোনঠাসা, সেটা সকলের অভিমত। প্রার্থী বদলের সম্ভাবনায় যেমন বিজেপি প্রত্যাখ্যাত প্রার্থী কিনতে ঝাঁপাবে বলে বিশ্বাস রাজনৈতিক পর্যবেক্ষকদের, একইরকম ভাবে বোলপুরে তৃণমূলের মধ্যে রেষারেষি বাড়বে ওই সম্ভাব্য খালি পদের দাবিদার হিসেবে।
অনুব্রত মণ্ডলের বক্তব্য, "থার্ড ক্লাস ছেলে। বাজে ছেলে। আমায় ভালো বলুক, খারাপ বলুক, একটা কথা আছে বলব? দেড় বছরের ছেলের হাতে যদি নাড়ুটা দুর্গাপুজোয় দিয়ে দেওয়া হয়, সে চেবাতে পারবে না। সে নালে ঝোলে নাড়ুটাকে নষ্ট করে দেবে। ও বুঝতে পারল না যে একটা এমপির কত দাম। " উনি বলেন যে সাংসদকে এলাকায় দেখা যায়না। উনি আরও বলেন, "এর দায়ি আর কেউ না। এর দায়ি আমি। আরেকজন দায়ি। যিনি আমার দল থেকে চলে গেছেন। সেই মুকুল রায়। ওই মেন দায়ি।" এই বক্তব্যগুলি প্রকাশের পর অনুপম একটি প্রত্যুত্তর দেন কিন্তু তা ভারে কাটেনি। সামনের লোকসভা নির্বাচনে অনুপম হাজরার বোলপুর আসনে মনোনয়ন পাওয়া খুব শক্ত বলে মনে করছে বোলপুর শহরের ওয়াকিবহাল রাজনৈতিক মহল। সাংসদ অনুপম যে স্থানীয় দলেও কোনঠাসা, সেটা সকলের অভিমত। প্রার্থী বদলের সম্ভাবনায় যেমন বিজেপি প্রত্যাখ্যাত প্রার্থী কিনতে ঝাঁপাবে বলে বিশ্বাস রাজনৈতিক পর্যবেক্ষকদের, একইরকম ভাবে বোলপুরে তৃণমূলের মধ্যে রেষারেষি বাড়বে ওই সম্ভাব্য খালি পদের দাবিদার হিসেবে।
No comments:
Post a Comment