গত ১ লা নভেম্বর আসামের তিনশুকিয়ায় খুন হয় পাঁচ বাঙালি। পৃথক ঘটনায় ওই দিনই গোঁসাইগাঁওতে বিস্ফোরণে হত আর এক বাঙালি। ছয় বাঙালি খুনে উত্তপ্ত আসাম ও বাংলার রাজনীতি। সারা আসাম বন্ধে স্তব্ধ ছিল গত ৩ রা নভেম্বর। বাংলাতেও ঘটনার প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল, সিপিএম সহ অন্যান্য দল ও সংগঠন। কিন্তু চুপ বিজেপি, তাদের প্রতিক্রিয়ায় 'বাঙালি' শব্দটা নেই কোথাও। অথচ বাঙালি হওয়ার অপরাধেই খুন হয়েছে। আসামে বাঙালি আজ সবদিক থেকে অসহায়। বিজেপি বাঙালি বিরোধী বলে
রাজনৈতিক মহলের মতে, আসামের এই ঘটনা বিজেপিকে বাংলায় অনেকটাই পিছিয়ে দেবে।
রাজনৈতিক মহলের মতে, আসামের এই ঘটনা বিজেপিকে বাংলায় অনেকটাই পিছিয়ে দেবে।
No comments:
Post a Comment