সময়টা ভালো যাচ্ছে না বিজেপির। রাফায়েল কেলেঙ্কারি, সিবিআই এর মধ্যে দ্বন্দ্ব, রিজার্ভ ব্যাংকের সাথে সরকারের ঝামেলা- সব মিলিয়ে চাপে গেরুয়া শিবির। এর মধ্যে সিবিআই কোর্টে অমিত শাহ, মোদি ও অজিত দোভালের নাম বলেছে। গোদের উপর বিষফোঁড়া, বর্ষীয়ান বিজেপি নেত্রী সুষমা স্বরাজ লোকসভা ভোটে না লড়ার কথা ঘোষণা করেছেন। এমন সময় চার গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা ভোট। লোকসভা ভোটের আগে এটাকে সেমিফাইনাল মনে করা হচ্ছে। কোনো রাজ্যেই বিজেপির অবস্থা ভালো না।
চারিদিকে রাজস্থানে বিজেপির হারার খবর ভাসছে। নানা সমীক্ষায় বিজেপির গোহারা হারার সম্ভবনার কথাই বলা হয়েছে।
হারার মুখে এবার দল ছাড়ার হিড়িক। একের পর এক বিধায়ক-মন্ত্রী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছে। প্রতিদিন কংগ্রেসের জয়ের সম্ভবনা মজবুত হচ্ছে। চাপে পড়ে ৪ মন্ত্রী সহ ১১ জন বিধায়ককে বহিষ্কার করল দল। কিন্তু এতে বিজেপির ক্ষতিই হবে বলে মত রাজনৈতিক মহলের মত। রাজস্থান ভোটের ফলের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
চারিদিকে রাজস্থানে বিজেপির হারার খবর ভাসছে। নানা সমীক্ষায় বিজেপির গোহারা হারার সম্ভবনার কথাই বলা হয়েছে।
হারার মুখে এবার দল ছাড়ার হিড়িক। একের পর এক বিধায়ক-মন্ত্রী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছে। প্রতিদিন কংগ্রেসের জয়ের সম্ভবনা মজবুত হচ্ছে। চাপে পড়ে ৪ মন্ত্রী সহ ১১ জন বিধায়ককে বহিষ্কার করল দল। কিন্তু এতে বিজেপির ক্ষতিই হবে বলে মত রাজনৈতিক মহলের মত। রাজস্থান ভোটের ফলের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
No comments:
Post a Comment