সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ পড়ে ফিরছিল এবার মাধ্যমিক পরীক্ষার্থী উমা মাহাতো (নাম পরিবর্তিত গোপনীয়তা বজায় রাখতে), বাড়ি পুরুলিয়ার বাগমুন্ডী। কিন্তু হঠাৎ পথ আটকায় এক অচেনা যুবক, জোর করে মুখ চাপা দিয়ে তুলে নিয়ে যায় পাশের এক ইঁট ভাটায়। সেখানেই চলে পাশবিক অত্যাচার। বারবার ধর্ষণ করা হয়। মেয়ে বাড়ি বাড়ি ফিরছে না দেখে খোঁজা শুরু করে পরিবার। রাত ১১ টা নাগাদ ইঁট ভাটার ধারে রক্তাক্ত কিশোরীকে গোঙাতে দেখা যায়।
কিশোরীর বর্ণণা শুনে যে যুবককে সন্দেহ করা হচ্ছে, তাকে এলাকাবাসী গত কদিন ধরেই এলাকায় দেখছে। জানা গেছে বজরং দল ও বিজেপির হয়ে ঝামেলার কাজে ঝাড়খণ্ড থেকে শয়ে শয়ে লোক ঢুকছে পুরুলিয়ায়, এই অভিযুক্ত যুবক তেমনই একজন। অভিযুক্ত পলাতক, বিচার চাইছে পরিবার। মুখে কুলুপ এঁটেছে স্থানীয় বিজেপি নেতারা।
No comments:
Post a Comment