একের পর এক কৃষক মিছিল, একের পর এক কৃষক আন্দোলন। কিন্তু সরকার কৃষকদের সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি। ঋণ মুকুব, শস্যবীমা ও পর্যাপ্ত সেব ব্যবস্থার দাবিতে কৃষকরা বারবার পথে নেমেছে এবং আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বামেরা।
কয়েকমাস আগে মধ্যপ্রদেশের মান্দাসোরে কৃষক বিক্ষোভে গুলি চালায় পুলিস, এতে আন্দোলন তীব্রতর হয়। এই মাসের শেষেই দুই রাজ্যে বিধানসভা নির্বাচন। দুই রাজ্যেই কৃষক বিক্ষোভে চাপে সরকার।
দুই রাজ্যেই কৃষক আন্দোলন বিজেপিকে সমস্যায় ফেলেছে বলে মত সিপিআইএমের কৃষক নেতা হান্নান মোল্লার। পোড় খাওয়া এই নেতার কথায় রাজস্থানে হারতে চলেছে বিজেপি। হান্নান মোল্লা সর্ব ভারতীয় কৃষক সভার সাধারণ সম্পাদক।
কয়েকমাস আগে মধ্যপ্রদেশের মান্দাসোরে কৃষক বিক্ষোভে গুলি চালায় পুলিস, এতে আন্দোলন তীব্রতর হয়। এই মাসের শেষেই দুই রাজ্যে বিধানসভা নির্বাচন। দুই রাজ্যেই কৃষক বিক্ষোভে চাপে সরকার।
দুই রাজ্যেই কৃষক আন্দোলন বিজেপিকে সমস্যায় ফেলেছে বলে মত সিপিআইএমের কৃষক নেতা হান্নান মোল্লার। পোড় খাওয়া এই নেতার কথায় রাজস্থানে হারতে চলেছে বিজেপি। হান্নান মোল্লা সর্ব ভারতীয় কৃষক সভার সাধারণ সম্পাদক।
No comments:
Post a Comment