বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী। এ প্রচার শোনা যায় কান পাতলেই। 'নেতা' না 'কারিয়াকর্তা' বলে বিজেপি, তা নিয়ে নানা বিদ্রুপও শোনা যায়। এমনকি, লোকসভা ভোটের যে কন্ট্রোল রুম খোলা হচ্ছে নানা কেন্দ্রে সেখানে থাকবে উত্তর ভারতের অবাঙালি নেতারা। বাঙালিয়ানার কোনো ছাপই নেই বিজেপি দলে।
এবার বিজেপির পদযাত্রার ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় ফেসবুকে। পদযাত্রার জায়গায় লেখা আছে "পাদযাত্রা", এ শব্দ দেখেই প্রকাশ্যে হাসছে সকলেই। এমনকি দুপুররের জায়গায় লেখা 'দুপুত'। ছবিটি হাজার হাজার শেয়ার হচ্ছে।
এবার বিজেপির পদযাত্রার ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় ফেসবুকে। পদযাত্রার জায়গায় লেখা আছে "পাদযাত্রা", এ শব্দ দেখেই প্রকাশ্যে হাসছে সকলেই। এমনকি দুপুররের জায়গায় লেখা 'দুপুত'। ছবিটি হাজার হাজার শেয়ার হচ্ছে।
No comments:
Post a Comment